
নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের দিনগণনা শুরু দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গত ১৫ বছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকা নিশিরাতের সরকারের এখন ত্রিশঙ্কু অবস্থা। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দেশি-বিদেশি ষড়যন্ত্রে ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন এবং ২০১৮ সালের নিশিরাতে ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে রাখতে পারলেও এবার আর সম্ভব হচ্ছে না, এটা আওয়ামী লীগ স্বীকার করেছে।’
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে এসব মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমি বলে দিয়েছি, যে দেশ স্যাংশন দেবে তাদের কাছ থেকে আমি কিছু কিনব না। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর দেশে রপ্তানি খাতের কী অবস্থা হবে তা সহজেই অনুমেয়।’
‘তবে এখন সরকারের দিবাস্বপ্ন দেখে লাভ হবে না। তাদের সামনে পরিত্রাণের সোজাসাপ্টা একটাই পথ এবং তা হলো পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর’, যোগ করেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, ‘এখন কেবল দেশের জনগণ নয়, বিদেশিরাও জেনে গেছে যে, এই মাফিয়া সরকার মিথ্যা, প্রতারণা আর ভেল্কিবাজির মাধ্যমে ভোটারবিহীন নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে।’
তিনি বলেন, ‘সরকারের পতনের দিনগণনা যে শুরু হয়েছে তার প্রমাণ হলো এই সরকারের মন্ত্রী এমপিরাও এখন সত্য কথা ফাঁস করতে শুরু করেছে। সরকারের লুটপাট সিন্ডিকেট, গুম, খুন, দুর্নীতি দুঃশাসনের কথা জনসম্মুখে ফাঁস করে মাফ চাচ্ছেন কোনো কোনো মন্ত্রী।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: