ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ডিজিটাল নিরাপত্তা মামলা দিয়ে মানুষকে আটকে রাখা হয়েছে : রিজভী

আল আমিন | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩ ২২:৪২

আল আমিন
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩ ২২:৪২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  যারা বিরোধী দল করে তারা আতঙ্কিত দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা যারা বিএনপি করি, বিরোধী দল করি, জাতীয়তাবাদ করি, আমরা যারা সার্বভৌমত্বের কথা বলি, স্বাধীনতা নিশ্চিত করার কথা বলি এখন আমরা আতঙ্কিত, অত্যাচারিত।’

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অধ্যাপক এম. এ. মান্নান স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। গাজীপুরের সাবেক মেয়র এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম. এ. মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে তারা স্বচ্ছতা, সুষ্ঠু এবং অবাধ এই শব্দগুলোর সাথে পরিচিত নয়। সহ্য করতে পারে না। জাতীয়তাবাদী শক্তিকে পঙ্গু করার জন্য নিঃশেষ করার জন্য এই সরকার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তাদের গুরুদের সহায়তায় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন। ডিজিটাল নিরাপত্তা মামলা দিয়ে মানুষকে আটকে রাখা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনের ক্ষেত্রে প্রচণ্ড বাধা।

প্রায় ৪ মাস কারাগারে থেকে মুক্তি পাওয়া রিজভী বলেন, কারা কর্তৃপক্ষ আমাদের শান্তিতে থাকতে দেয়নি। কারাগারে আমাদের নিচে শুইয়ে রাখা হয়েছিল। অথচ আইন হচ্ছে যারা এমপি পদমর্যাদার তারা সরাসরি ডিভিশন পাবে। কিন্তু কারা কর্তৃপক্ষ সবাইকে সাধারণের মতো এক জায়গায় রাখে। কারা কর্তৃপক্ষ দেখে আমাদের সঙ্গে কেউ কথা বলছে কিনা। কারাগারের ভেতর তারা আরেকটা কারাগার তৈরি করেছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: