
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি বলেছেন, আওয়ামী লীগ তাদের বিপদে জাতীয় পার্টির সাথে একত্রিত হয়েছিল। বর্তমান আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে চাকর-বাকর ও দাসি-বান্দির মতো আচরণ করছে।
মঙ্গলবার (২৯ মার্চ) ফেনীতে একটি মিলনায়তনে ফেনী জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ এখন জাতীয় পার্টিকে মূল্যায়ন করছে না। উপ নির্বাচন ও ইউপি নির্বাচনে জাতীয় পার্টিকে অবহেলা করছে।
এসময় জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নেই। দুই দলই জনবিচ্ছিন্ন দল, তারা নিজেদের কথা চিন্তা করেন। জনগণের কথা চিন্তা করেন না। আমরা বিরোধী দল হলেও জনগণ ও দেশি বিদেশি বিভিন্ন মিডিয়া এখনও আমাদের বিরোধী দল হিসেবে মানতে পারছেন এটা সত্য।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের মধ্যে বিভেদ তৈরী করেছে। স্বাধীনতার চেতনাকে ব্যবহার করেই এ চেতনাকে ধ্বংস করছে। দেশের মানুষের স্বপ্ন ছিলো দেশের মালিক হবে জনগণ, এখন সেই দেশে জনগণের অবস্থান কোথায়। আওয়ামী লীগ এবং বিএনপি দু'দলই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।
আওয়ামী লীগ একবার ও বিএনপি ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন দল। দেশে দুর্নীতি চরমভাবে বিস্তার করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষের জীবন-যাপন অসহনীয় হয়ে উঠেছে। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যৈ কোনো নৈতিক পাথর্ক্য নেই। বিএনপি প্রথম বিচার বহিরভূত হত্যা শুরু করেছে। বিএনপি গণতন্ত্রের কথা বলে অথচ গণতন্ত্রকে হত্যা করেছে তারা। আওয়ামী লীগ ও বিএনপি স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছেন। এখন দেশে কোনো গণতান্ত্রিক অবস্থা নেই। দ্রব্যমূল্যে মানুষ দিশেহারা। সরকার দ্রব্যমূল্য নিয়ে মিথ্যাচার করছে।
সম্মেলন শেষে মোতাহের হোসেন চৌধুরী রাশেদকে সভাপতি ও জহির মজুমদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে জাতীয় পার্টির জেলা কমিটি ঘোষণা করা হয়।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: