
বিদেশবার্তা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ সরকার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে দেশে গুম-খুন করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জার। র্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানান তিনি।
তিনি বলেন, নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা না নেওয়ার কারণে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। দেশে উন্নয়নের জোয়ার বইলেও অগ্নি নির্বাপণের আধুনিক যন্ত্রপাতি নেই। এর জন্য দায়ী সরকার। এর দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
আপনার মূল্যবান মতামত দিন: