ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ০৩:৩৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ০৩:৩৪

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ১০ দফা দাবিতে ১১ মার্চ মহানগর ও জেলাপর্যায়ে মানববন্ধন কর্মসূচি করবে বিএনপি।

শনিবার (০৪ মার্চ) রাজধানীর উত্তরায় পদযাত্রা কর্মসূচি পালন শেষে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ১০ দফা দাবি আদায়ে ১৩টি মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কর্মসূচিতে সরগরম রাজনীতির মাঠ। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০দফা দাবিতে সারাদেশের মহানগর এলাকার প্রত্যেকটি থানাপর্যায়ে পদযাত্রা করেছে বিএনপি।

উত্তরায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পদযাত্রা করেছে দলটি। দুপুর ২টার পরে শুরু হয় এ কর্মসূচি। এর আগেই নেতাকর্মীরা প্ল্যাকার্ড ব্যানার হাতে জড়ো হন উত্তরায়।



আপনার মূল্যবান মতামত দিন: