ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

‘অবৈধ’ সরকারকে হটানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: ফখরুল

আল আমিন | প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ০৩:১৯

আল আমিন
প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ০৩:১৯

মির্জা ফখরুল

নিজস্ব প্রবিবেদক:  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। এই দুর্বিষহ জাতীয় সংকট থেকে মুক্তি পেতে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে রাজনৈতিক মতপার্থক্য ভুলে এই ‘অবৈধ’ সরকারকে হটানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই সরকারকে রেখে সমস্যা সমাধান সম্ভব নয়। কারণ এরা এতোটাই দুর্নীতি পরায়ন হয়ে গেছে যে এরা ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে। এরা একটা মিথ্যা প্রচারণা দিয়ে অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছে।

মির্জা ফখরুল বলেন, আমাদের ফাইট হচ্ছে ওনার (খালেদা জিয়ার) মুক্তি। ওনার মুক্তিটা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। রাজনীতিতে ফিরিয়ে আনার ব্যাপারটাও মুক্তির ওপর নির্ভর করবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: