ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পুনরায় ভোট গণনার আবেদন করলেন হিরো আলম

আল আমিন | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৪২

আল আমিন
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৪২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  ভোট গণনার সময় ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে ফের উপ-নির্বাচনের ভোট গণনার জন্য বগুড়া নির্বাচন কমিশন অফিসে আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

আজ রবিবার দুপুরে বগুড়া নির্বাচন কমিশন অফিসে এই আবেদন করেন তিনি।

এর আগে নিজের ফেরিফাইড ফেসবুক পেজে তিনি ঘোষণা দেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বগুড়ায় নির্বাচন কমিশন অফিসে যাবেন।

গত ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন হিরো আলম। বগুড়া-৪ আসনে মহাজোটের জাসদ প্রার্থীর কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি।

এরপরেই তিনি অভিযোগ করেন, এই আসনে ভোট সুষ্ঠু হলেও গণনার সময় ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: