
বিদেশবার্তা ডেস্ক : পদযাত্রা নয়, মরণ যাত্রা শুরু হয়ে গেছে বিএনপির।
শনিবার (২৮ জানুয়ারি) উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন আ’লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, বিএনপির গণজোয়ারে এখন ভাটার টান। ওবায়দুল কাদের দাবি করেন, আন্দোলনের পাশাপাশি নির্বাচনেও মরণযাত্রা হবে তাদের।
বিএনপি নেতাদের সতর্ক করে তিনি বলেন, বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় থাকার দল নয় আওয়ামী লীগ। তবে ধাক্কা দিয়ে এ দলকে সরিয়ে দেয়ার দিবা স্বপ্ন দেখে লাভ নেই। শেখ হাসিনার নেতৃত্বে, আগামী নির্বাচন পর্যন্ত রাজপথ ছাড়বে না নেতা-কর্মীরা।
আপনার মূল্যবান মতামত দিন: