ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিএনপি নির্বাচনে না আসলে হাওয়ায় মিলিয়ে যাবে: তথ্যমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩ ০২:২০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩ ০২:২০

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : বিএনপি যদি এবারও নির্বাচনে না আসে তাহলে তারা হাওয়ায় মিলিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চায় উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। অতীতের মতো দেশের জনগণ আপনাদের প্রতিহত করবে।

এদিন সকাল থেকেই সমাবেশে দলে দলে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড ও থানা আ’লীগের নেতা-কর্মীরা। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা। কর্মসূচির নামে বিএনপি যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সতর্ক পাহারায় রয়েছে দলের নেতা-কর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন: