ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিএনপি নেতাদের জামিন বিষয়ে সরকারের হস্তক্ষেপ নেই : আইনমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৩ ০৩:১২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৩ ০৩:১২

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ আটক সিনিয়র নেতাদের জামিন বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে। সরকার বা সরকারের কোনো মন্ত্রণায়লয় আদলতের মামলা হওয়া বা চলাকালীন কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে শুনেছি, হাইকোর্ট বিএনপি নেতাদের যে জামিন দিয়েছিল। সেখানে কিছু আইনের ব্যতয় ঘটেছে। সেজন্য তিনি আপিল বিভাগে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আদালতে চলমান অস্থিরতার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আদালতে বিচারকের সঙ্গে আইনজীবীদের খারাপ আচরণের কথা শুনেছি। এখন কথা হচ্ছে যে, বিচার বিভাগ স্বাধীন।

তিনি আরও জানান, প্রধান বিচারপতির কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের বিচারক এবং অন্যান্য বিচারকরা অভিযোগ করেছেন, ভিডিও পাঠিয়েছেন। সেখানে দেখা গেছে, একজন বিচারকের প্রতি তাদের আচরণ খুব খারাপ ছিল। সেটা আমি শুনেছি। সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কনডেমট রুল জারি করেছেন। এটা এখন বিচারাধীন ব্যাপার। আদালত বিচার করবেন।

এসময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: