
বিদেশবার্তা ডেস্ক : শান্তিতে থাকতে চাইলে এবং দেশের উন্নয়ন বজায় রাখতে হলে আবার নৌকায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, আমরা যদি নতুন রাস্তা-ঘাট, স্কুল-কলেজ পেতে চাই; পুরাতন এবং ভাঙা স্কুল দূর করতে চাই; তাহলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
রবিবার (১ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সরকারি ৮৮ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: