
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা নাকি কাপুরুষ, তাই তাদেরকে মামলা মোকদ্দমা দেওয়া হচ্ছে।’ কাপুরুষ আওয়ামী লীগ নাকি বিএনপি।
ওবায়দুল কাদের বলেন, কাপুরুষ বিএনপির হালের নেতা, হাওয়া ভবনের যুবরাজ বসে আছে টেমস নদীর পাড়ে। আর বস্তায় বস্তায় দুবাই থেকে টাকা পাঠাচ্ছে। ফখরুল টাকার বস্তার ওপর বসে আছেন। দিতে দিতে বস্তা খালি। এখন গলার জোরটা একটু কমে গেছে।
বুধবার বিকালে বরগুনা সার্কিট হাউজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে খেলা হবে। নির্বাচনে খেলা হবে। বিজয়ের মাস ডিসেম্বরে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। আর আগুন নিয়ে খেলতে দেব না। আগুন নিয়ে খেলতে এলে খেলা হবে। জনগণ মোকাবিলা করবে, প্রতিরোধ করবে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: