
বিদেশবার্তা ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আ‘লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করায় আ’লীগের ৮ নেতাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি জেলা আ’লীগ নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়।
বহিষ্কারের জন্য সুপারিশ করা ৮ নেতা হলেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি এস এম ছালেহ, সহ-সভাপতি ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ওয়াহেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাফর ইকবাল, সদস্য ও জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, সদস্য মহিউদ্দিন ভান্ডারী ও আবদু শুক্কুর।
কর্ণফুলী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলীয় গঠনতন্ত্র না মেনে কাজ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: