ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি: জিএম কাদের

আল আমিন | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ০২:৫৩

আল আমিন
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ০২:৫৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই, রওশন এরশাদকে ভুল বোঝানো হচ্ছে। আমরা এসব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। জাতীয় পার্টি এখন আগের থেকে অনেক বেশি সংগঠিত।

তিনি বলেন, শুধু চেহারার পরিবর্তন হলেই রাজনীতির পরিবর্তন হবে না, রাজনীতির গুণগত পরিবর্তন আনতে জাতীয় পার্টি কাজ করছে। আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি।

সোমবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন এই সরকারের আমলে কোন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়,সরকার সুষ্ঠু নির্বাচনে জরগণের আস্থা হারিয়েছে।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, আসন্ন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আমরা বর্তমান মেয়রকেই মনোনয়ন দিয়েছি। লাঙল প্রতীক মোস্তাফিজার রহমান মোস্তফার। অন্য কারো দাবি করার সুযোগ নেই।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: