
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার এ এস আই দেলওয়ার হোসেন।
মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে ও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। নাঙ্গলকোট থানার উপপরিদর্শক সাধন চন্দ্র নাথ বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলাটি দায়ের করেন।
নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার এ এস আই দেলওয়ার হোসেন জানান, গতকাল বুধবার সংঘর্ষের ঘটনায় আমাদের অফিসার ইনচার্জসহ অন্তত অর্ধশতাধিক সাধারণ মানুষ আহত হয়েছে। এছাড়াও গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেখানে যারা সংঘর্ষ করেছিল তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মামলায় এজাহার নামীয় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বাকিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: