ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিকালে হাসপাতাল ছাড়ছেন খালেদা জিয়া

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ২২:০১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ২২:০১

ছবি : সংগৃহীত

বিদেশরার্তা ডেস্ক : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির প্রায় ৭২ ঘণ্টা পর বুধবার (৩১ আগস্ট) বিকালে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার বেলা ১১টার দিকে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিকাল ৫টায় হাসপাতাল ছাড়বেন খালেদা জিয়া। এর আড়ে দুপুরে খালেদা জিয়ার চিকিৎসায় যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের বৈঠক হবে। বৈঠক শেষে বিকালে ম্যাডাম বাসায় ফিরবেন।

গত রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার পর ওই হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। ওই রাতেই তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

৭৮ বছর বয়সি বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। রায় ঘোষণার পর খালেদাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: