ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভোটার তালিকা হালনাগাদ করবে সরকার: ধর্ম উপদেষ্টা

সেলিম সোহেল | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪ ২৩:৫০

সেলিম সোহেল
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪ ২৩:৫০

ভোটার তালিকা হালনাগাদ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘নাজুক পরিস্থিতিতে সরকার কাজ শুরু করেছে। প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। এখন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও ভোটার তালিকা হালনাগাদ করবে সরকার। এর পরেই আমরা নির্বাচন দেবো, যাতে দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে। দেশের ভোটিং কালচার নষ্ট করে ফেলা হয়েছে। আমরা ভোটিং কালচার নিশ্চিত করতে চাই।’

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘খুন, গুম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অমার্জনীয় অপরাধ। জুলাই-আগস্ট আন্দোলনে সর্বশেষ হিসাব অনুযায়ী, ৭৫২ জন শহিদ হয়েছেন। যদিও শহিদের সংখ্যা ১ হাজারের বেশি হবে। তাদের সবার পরিচয় শনাক্ত করা হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা শাসন করতে আসিনি। আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। এই সরকার ব্যর্থ হলে দেশে আবারও দুর্যোগ নেমে আসবে।’

এ সময় আ ফ ম খালিদ হোসেন পর্যটন শহর কক্সবাজারের সামগ্রিক সমস্যা নিরসনে কাজ করারও প্রতিশ্রুতি দেন।

কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী প্রমুখ। 



আপনার মূল্যবান মতামত দিন: