
নিজস্ব প্রতিবেদক : বঞ্চিতদের দাবি ও বিক্ষোভের মুখে ৮ জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগ বাতিল করেছে সরকার। দুই দফায় নিয়োগ দেওয়া ৫৯ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে বাতিল হওয়া ৮ জেলা হলো- লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ি এবং দিনাজপুর।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালায়ে নিজ দপ্তরের সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি জানান, একটি বাছাই কমিটির মাধ্যমে তালিকা হয়। সেই কমিটি আজ পর্যালোচনায় বসেছিল। পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, এরই মধ্যে ৮ জেলার ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য গত সোমবার এবং মঙ্গলবার দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন করে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে গত মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একদল কর্মকর্তা বিক্ষোভ করেন। এ ঘটনার পরেই মন্ত্রণালয় থেকে ৮ জনের নিয়োগ বাতিল করা হলো।
আপনার মূল্যবান মতামত দিন: