ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

টুকু-পলক-সৈকত ১০ দিনের রিমান্ডে

এ আর লিমন | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪ ১৬:২৫

এ আর লিমন
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪ ১৬:২৫

টুকু-পলক-সৈকত ১০ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।

এর আগে রাজধানীর পল্টনে কামাল মিয়া নামের এক রিকশাচালককে হত্যার মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। 

গত ১৪ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক এবং তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছিল বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র জানিয়েছিল। একই দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও বিমানবন্দরে আটক করা হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: