ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাজিয়াবাদ বিমানঘাঁটিতে নেমেছেন শেখ হাসিনা

সাদিয়া আফরিন | প্রকাশিত: ৫ আগস্ট ২০২৪ ২০:১৯

সাদিয়া আফরিন
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৪ ২০:১৯

ছবি: টাইমস অব ইন্ডিয়া

ডেস্ক রিপোর্ট : দিল্লির নিকটবর্তী গাজিয়াবাদের হিন্দনে বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করেছে শেখ হাসিনার বিমান। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং আনন্দবাজার পত্রিকা।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নামেন হাসিনা। আনন্দবাজারের খবরে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমানে হাসিনা গাজিয়াবাদে নামেন। তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা এবং কয়েকজন কর্মকর্তা।

আনন্দবাজার পত্রিকার খবরে আরও দাবি করা হয়, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে একটি অসমর্থিত সূত্রের খবর, হাসিনা সম্ভবত লন্ডনে যাবেন। ভারতে তিনি কোনও রাজনৈতিক আশ্রয় চাননি। প্রথমে শোনা গিয়েছিল, সোমবার রাতেই তিনি লন্ডনের উদ্দেশ্যে ভারত ছাড়বেন। তবে তিনি আজ ভারত ছাড়ছেন না।



আপনার মূল্যবান মতামত দিন: