ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভোজ্যতেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪ ১৫:৩৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪ ১৫:৩৯

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা ও প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

এর আগে, ভোজ্যতেলের দাম বাড়াতে গত সোমবার বাণিজ্য সচিবকে চিঠি দেন মিল-মালিকরা।

সেখানে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা, পাঁচ লিটার ৮৪৫ টাকা এবং খোলা এক লিটার পাম তেলের দাম ১৩২ টাকা প্রস্তাব করা হয়। তবে তখন সয়াবিনের তেলের দাম বাড়ানোর ‘সুযোগ নেই’ বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, গত ১৫ এপ্রিল থেকে ভোজ্যতেলের দাম সমন্বয় করার কথা ছিল। তাই এনবিআর রোজার শুরুতে যে ট্যাক্স কমিয়েছিল সেটা এখন সমন্বয় করছে।

এনবিআরের সঙ্গে কিছুটা সমন্বয়ের অভাবেই গত দুই দিন তেলের দাম নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আগামীতে আর এমন হবে না।

রোজার আগে ১ মার্চ যখন বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা করা হয়, তখন ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল ৮০০ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন: