ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৪ ০৮:০৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৪ ০৮:০৮

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার সকাল ৭টায় এই জামাত শুরু হয়। শেষ হয়েছে ৭টা ১১ মিনিটে।

ঈদের প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।

মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

এদিকে বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার মুসল্লিরা জায়নামাজ হাতে জাতীয় মসজিদে আসতে শুরু করেন। ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তারা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

এক নজরে জেনে নিন বায়তুল মোকাররমে ঈদ জামাতের অবশিষ্ট জামাতের সময়সূচি:

দ্বিতীয় জামাত: সকাল ৮টা

ইমাম: হাফেজ মাওলানা মো. এহসানুল হক

তৃতীয় জামাত: সকাল ৯টা

ইমাম: হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম।  

চতুর্থ জামাত: সকাল ১০টা

ইমাম: ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুফাসসির।

পঞ্চম ও সর্বশেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিটে

ইমাম: মাওলানা ইমরান বিন নূরউদ্দীন

কোন জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।



আপনার মূল্যবান মতামত দিন: