ঢাকা | মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১১ মার্চ থেকে রমজান শুরু হতে পারে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের ১১ ফেব্রুয়ারি (রবিবার) থেকে শাবান মাস শুরু করা বেশিরভাগ মুসলিম দেশ ১০ মার্চ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। আর তাই ১১ মার্চ (সোমবার) থেকে রমজান মাস শুরু হবে বলে আশা করা হচ্ছে। খবর গালফ নিউজের।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম বিশ্বের প্রায় সব অঞ্চলে ১০ মার্চ সূর্যাস্তের পরে চাঁদ দেখা যাবে না বলে আশা করা হচ্ছে।

তবে বৈজ্ঞানিক গবেষণায় বর্ণিত দৃশ্যমানতার বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ১০ মার্চ কিছু অঞ্চলে অর্ধচন্দ্র দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এসএএও ও গবেষক ইয়ালপ এবং ওদেহের মতো বেশ কয়েকটি পণ্ডিত এবং জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থার মতে, ১০ মার্চ খালি চোখে বা টেলিস্কোপ ব্যবহার করে আরব ও মুসলিম বিশ্বে চাঁদ দেখা যাবে না।

তবে টেলিস্কোপের ব্যবহার করে আমেরিকার কিছু অংশে, বিশেষত পশ্চিম অঞ্চলে চাঁদ দৃশ্যমান হতে পারে। এছাড়া কিছু মুসলিম দেশে ১২ মার্চ (মঙ্গলবার) থেকে রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: