ঢাকা | মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১৫ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে পোস্তগোলা ব্রিজ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৪২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৪২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সংস্কার কাজের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পোস্তগোলা ব্রিজে যান চলাচল বন্ধ থাকবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (৪ ফেব্রুয়ারি) তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ব্রিজের সংস্কারকাজ চলবে। এর মধ্যে ৫ দিন যান চলাচল বন্ধ রাখা হবে।

এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘ব্রিজের নিচে পিলারে লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। সেটিই ঠিক করা হচ্ছে। কাজের সময় যানবাহন চলাচল করলে নিচে রেট্রোফিটিং করতে সমস্যা হবে, সেজন্যই বন্ধ রাখা হবে। আমরা বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেব।’

তবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহ ব্রিজে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এসময় বিকল্প সড়কে যান চলাচল করবে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ জুন বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে উদ্ধার করতে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। কিন্তু জাহাজটি পোস্তগোলা সেতু পার হওয়ার সময় সেতুতে ধাক্কা দেয় ও আটকে যায়। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় পোস্তগোলা ব্রিজের নিচের পাটাতন বিম ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কয়েক দফা সংস্কার করে সেতুতে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: