ঢাকা | মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শৈত্যপ্রবাহ বাড়বে, মাস জুড়েই থাকবে শীত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৪ ০৮:১১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৪ ০৮:১১

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশায় দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। রোদের দেখা পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড শীতে ঢাকাসহ সারাদেশেই জনজীবন বিপর্যস্ত।

শনিবার (১৩ জানুয়ারি) দিনাজপুরে ৮.৮ সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে শনিবার (১৩ জানুয়ারি) দেশের ১৩ এলাকার তাপমাত্রা নেমে গেছে ১১ ডিগ্রির নিচে। রাজধানী ঢাকায়ও শীতের প্রকোপ বেড়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদরা বলছেন, পুরো জানুয়ারি জুড়েই শীতের প্রকোপ থাকবে।

আকাশ কিছুটা মেঘলা থাকলেও আগামী তিনদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্তও থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে বলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: