ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

তেজগাঁও বস্তিতে ভয়াবহ আগুন, ২ জনের মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৪ ১০:২৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৪ ১০:২৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : প্রায় এক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তির আগুন। তবে আগুনে দগ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে দুই জন চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১২জানুয়ারি) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের কাছে আগুনের তথ্য আসে।

৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন রাত পৌনে ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে।

পুলিশ বলছে, এ ঘটনায় নারী ও শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই জন দগ্ধের তথ্য মিলেছে।

তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

তেজগাঁও ফায়ার স্টেশনের এক কর্মকর্তা জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে বস্তিটির অবস্থান। তবে আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।



আপনার মূল্যবান মতামত দিন: