ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করবে হেফাজতে ইসলাম

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩ ১২:০৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩ ১২:০৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিতের কারণ জানিয়ে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতে সংগঠনটি জানায়, নির্বাচন-পূর্ব দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, হেফাজতে ইসলাম সকল সিদ্ধান্ত সংগঠনের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্বশীলদের পরামর্শক্রমেই গৃহীত হয়ে থাকে এ নিয়ে অমূলক বিভ্রান্তি ছড়ানোর কোন অবকাশ নেই।

বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী জানান, মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে কিছু গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে মহাসমাবেশ স্থগিতের বিষয়ে আমার অবগতি বা অনুমোদন ব্যতীত গৃহীত হয়েছে বলে উল্লেখ করা হয়, এমন সংবাদ প্রচার হওয়া খুবই দুঃখজনক।

শিগগির হেফাজতের নির্বাহী কমিটির বৈঠকে পরামর্শের ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: