ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আগস্টের শেষের দিকে ঘূর্ণিঝড়ের শঙ্কা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩ ১৫:১৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩ ১৫:১৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দেশে বৃষ্টিপাতের পরিমাণ আগামী দুই দিনের মধ্যে বাড়তে পারে।

এই সময়ে দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাছাড়া এ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে তারা জানিয়েছেন।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, আগামী সোমবার অর্থাৎ ২১ আগস্ট থেকে পরবর্তী সাত দিন সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।

দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ৩০ থেকে ৩১ আগস্ট বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে।’

 গতকাল সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়, আজ দেশের চার বিভাগে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: