ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

অক্টোবরে প্রাক-পর্যালোচনা নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ আগস্ট ২০২৩ ১৯:৩৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ আগস্ট ২০২৩ ১৯:৩৭

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী অক্টোবর মাসে প্রাক-পর্যালোচনা নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এদিন বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে আসেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যে কোনো দেশের শান্তি ও গণতন্ত্র বজায় থাকুক সেটা যুক্তরাষ্ট্র চায়।

তবে তা ভিয়েনা কনভেনশনের শর্তভঙ্গ বলে মনে করেন না পিটার হাস।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব ও কমিশন সচিব জাহাংগীর আলম।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন নিয়ে কমিশনের যে রোডম্যাপ তার প্রস্তুতি কতটুকু, আর সুষ্ঠু নির্বাচন পরিচালনায় এই কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়ে অবহিত করতেই এই বৈঠক হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: