
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন রাশেদা সুলতানা বলেছেন, কোনো অনিয়ম, অভিযোগ ছাড়াই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন হচ্ছে। সুষ্ঠু পরিবেশে হলেও ভোটার উপস্থিতি তুলনামূলক কম রয়েছে।
আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ নির্বাচন কমিশনার বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে যান ভোট শুরুর সময়ে সকাল আট টার কাছাকাছি সময়ে। যখন এজেন্টরা কেন্দ্রে আসছেন কেউ কেউ, ভোটারও আসতে শুরু করেছে।
ভোটের পরিস্থিতি দেখে দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, “ভোটের পরিবেশ ভালো। এজেন্টের সঙ্গে কথা বলেছি। ভোটারদের বাধা দেওয়া, প্রতিবন্ধকতা ছিল না। সিসি ক্যামেরায়ও ভোটের কোনো অনিয়ম দেখিনি। কোনো অভিযোগও কেউ দেয়নি।
“ভোটার উপস্থিতিটা আমরা একটু দেখতে পাচ্ছি কম। কারণ, হিসেবে আমরা ব্যক্তিগত ধারণা- এটা স্বল্প সময়ের মেয়াদ আছে এ সংসদের, এজন্য ভোটারদের আগ্রহ কম হতে পারে। আর অভিজাত এলাকায় অনেকে হয়ত এ ভোট নিয়ে অতটা আগ্রহী নাও হতে পারে। টিপ টিপ বৃষ্টি হচ্ছিল সকালে, এ জন্য হয়ত সকালে আসে নি অনেকে; বিকালে আরও বাড়তে পারে। দেখা যাক, কি হয়; কত শতাংশ ভোট পড়ে।”
দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, সুষ্ঠু ভোটের জন্য ইসির আন্তরিকতার ঘাটতি নেই। ঢাকায় ব্যালট পেপারের পাশাপাশি বেনাপোল ও ভান্ডারিয়া পৌরসভায় ইভিএমে ভালো নির্বাচন হচ্ছে। তবে ঢাকায় ভোটার উপস্থিতি কম হতে পারে।
তবে ভাণ্ডারিয়া পৌরসভায় কয়েকজন দুষ্কৃতকারী চার-পাঁচটি কেন্দ্রের সিসি ক্যামেরার ক্যাবল কেটে ফেলেছে গতকাল রাতে। সকালের মধ্যে তিনটি মেরামত করে ফেলা হয়েছে।
তিনি জানান, এসব কেন্দ্রে ইসির আলাদা অবজারভার রাখা হয়েছে। প্রকৃত দোষীদর চিহ্নিত করা হবে। এছাড়া এ নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের হুমকি দেওয়ায় উপজেলা চেয়ারম্যান ‘ঔদ্ধত্য’ আচরণের জন্য ভোট শেষে ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: