
নিজস্ব প্রতিবেদক : সদরঘাটের বুড়িগঙ্গায় শ্যামবাজার থেকে তেলঘাট চলাচলকারী ওয়াটার বাস-৯ নামের একটি যাত্রীবাহী বিআইডব্লিউটিসির জাহাজ নদীতে ডুবে গেছে।
রবিবার দিবাগত রাত আটটার দিকে শ্যামবাজার ঘাট থেকে জাহাজটি ৪০-৫০ জন যাত্রী নিয়ে জাহাজ ছাড়ার পর মাঝে নদীতে আরবি এন্টারপ্রাইজ নামে একটি বালুবাহি জাহাজের ধাক্কায় যাত্রীসহ ডুবে যায়।
বাসডুবির ঘটনায় এখন প্রর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা নৌ পুলিশের। ওয়াটার বাসডুবির ঘটনায় নৌ পুলিশের পাশাপাশি উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।
উদ্ধার অভিযানের বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বলেন, আমাদের উদ্ধার অভিযান চলমান। আমরা চেষ্টা করছি ওয়াটার বাসটিকে পানি থেকে উঠানোর। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে।
কেউ নিখোঁজ আছেন কি না- জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, নিখোঁজের সংখ্যাটা এ মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা যতটুকু জেনেছি ওয়াটার বাসটিতে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাটি নদীর তীরে হওয়ায় অনেক যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। তবে, অনেকে তাদের স্বজন নিখোঁজ আছেন বলে দাবি করছেন। তাদের তথ্য দিয়ে নিখোঁজের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না।
আপনার মূল্যবান মতামত দিন: