ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সদরঘাট লঞ্চ টার্মিনালে নেই যাত্রীর চাপ

আল আমিন | প্রকাশিত: ২৭ জুন ২০২৩ ১৬:৫৮

আল আমিন
প্রকাশিত: ২৭ জুন ২০২৩ ১৬:৫৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়ক ও রেলপথে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও ব্যতিক্রম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঘাটে আগের মতো নেই যাত্রীদের দীর্ঘ ভিড়। যাত্রীর চাপ না থাকায় লঞ্চ কর্মচারীদের তেমন হাক ডাকও নেই।

মঙ্গলবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়, টার্মিনালের পন্টুনে বাধা আছে দক্ষিণাঞ্চলগামী সারি সারি লঞ্চ। সকাল ১০টা নাগাদ লঞ্চ ছেড়েছে ২৭টা। এ সময়ের মধ্যে ৪৬টা লঞ্চ ঘাটে এসেছে। ২-৩টি লঞ্চে যাত্রীদের দেখা গেলেও বাড়তি কোনো চাপ নেই যাত্রীদের। যাত্রীর চাপ না থাকায় লঞ্চ কর্মচারীদের তেমন হাক ডাকও নেই।

এদিকে, যাত্রী খড়া থাকায় নির্ধারিত সময়ে ছাড়ছে না লঞ্চ। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। যাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দর কার্যালয় থেকে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে গেছে ২০টি লঞ্চ। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে সদরঘাট টার্মিনালে এসেছে ৩৯টি লঞ্চ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: