ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এলে প্রার্থীতা বাতিল হবে: সিইসি

আল আমিন | প্রকাশিত: ১১ জুন ২০২৩ ২২:২০

আল আমিন
প্রকাশিত: ১১ জুন ২০২৩ ২২:২০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ইভিএমে কোন ভূত-প্রেত নেই। এটাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। পরীক্ষা-নিরীক্ষা করেও ইভিএমে কোন নেতিবাচক কিছু পাওয়া যায়নি। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ইভিএম অনিরাপদ- এটা কেউ প্রমাণ করতে পারলে আমি নিজেই এর দায়ভার নেব।
ইভিএম নিয়ে দুশ্চিন্তা না করে সবাই সময়মতো কেন্দ্রে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

শনিবার দুপুরে নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে মতবিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইভিএম নিয়ে এ কথাগুলো বলেন।

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সর্তক করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এলে প্রার্থীতা বাতিল হবে। আপনারা এমন কিছু করবেন না যাতে প্রার্থীতা বাতিল হয়ে যায়।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: