ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন ৩০ জুলাই

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ জুন ২০২৩ ০৩:৫৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ জুন ২০২৩ ০৩:৫৭

ছবি সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন এমপি’র প্রয়াণে শূন্য হওয়া আসন চট্টগ্রাম-১০ আসনে আগামী ৩০ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ জুন) নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে ইসি সচিব মো. জাহাংগীর আলম বিস্তারিত সময়সূচি সাংবাদিকদের ব্রিফ করেন।

ইসি সচিব জানান, আগামী ৩০ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হবে। সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। ৪ জুলাই মনোনয়পত্র দাখিলের শেষ দিন। ৬ জুলাই মনোনয়নপত্র বাছাই হবে। ৭-৯ জুলাই আপিল করা যাবে। আর আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ই জুলাই। প্রতীক বরাদ্দ ১৩ জুলাই।



আপনার মূল্যবান মতামত দিন: