ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১২

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৭ জুন ২০২৩ ১৪:৪৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৭ জুন ২০২৩ ১৪:৪৬

ছবি সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজার এলাকার কুতুবপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৭ জুন) ভোর ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পর সেখানে আরো একজন মারা যান। এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামান।

জানা যায়, সিলেট থেকে পিকআপ ভ্যানে করে শ্রমিক যাচ্ছিল। এসময় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে।



আপনার মূল্যবান মতামত দিন: