ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৪৫তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৭ জুন ২০২৩ ০১:৫০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৭ জুন ২০২৩ ০১:৫০

ছবি সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন।

মঙ্গলবার (৬ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির ওয়েবসাইট কিংবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে।

পিএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তিসংগত কোনো কারণে ফলাফল সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা করতে পারবে বলে জানানো হয়েছে।

গত ১৯ মে অনুষ্ঠিত এ পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন অংশ নিয়েছিলেন। ৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জনকে ক্যাডার পদে এবং নন-ক্যাডারে এক হাজার ২২ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসা খাতে। সহকারী ও ডেন্টাল সার্জন হিসাবে মোট ৫৩৯ জনকে নিয়োগ দেয়া হবে।

এরপর শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়াও পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: