ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাজেট পাস হবে ২৬ জুন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ জুন ২০২৩ ০৪:১৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ জুন ২০২৩ ০৪:১৭

ছবি সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ২০২৩-২৪ অর্থবছরের বাজেট আগামী ২৬ জুন পাস হবে। বুধবার (৩১ মে) সংসদের অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৫টা থেকে সংসদ অধিবেশন শুরু হবে। তবে, ১ জুন বাজেট উপস্থাপনের অধিবেশন বিকাল ৩টায় শুরু হবে। ৪ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ২৪ জুন পর্যন্ত ৪০ ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া কোরবানির ঈদের জন্য ২৬ জুন থেকে ১ জুলাই পর্যন্ত অধিবেশন বন্ধ থাকবে। তবে, ২ জুলাই থেকে ফের অধিবেশন শুরু হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।

এ ছাড়া কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও বৈঠকে অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন: