ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

করোনাভাইরাসে আক্রান্ত চিফ হিট অফিসার

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ মে ২০২৩ ১৫:১৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ মে ২০২৩ ১৫:১৯

ছবি সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকার তাপমাত্রা কমাতে সম্প্রতি উত্তর সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন।

শুক্রবার (৫ মে) ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা উত্তরের চিফ হিট অফিসার বুশরা আজ সকালে জ্বর অনুভব করেন। পরে নমুনা পরীক্ষা করানো হলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বুশরা আফরিন বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডিএনসিসির এই জনসংযোগ কর্মকর্তা।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। ঢাকার তাপমাত্রা কমাতে ডিএনসিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তির ভিত্তিতে ডিএনসিসিতে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। বুশরা এশিয়ার প্রথম সিএইচও।

চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিন ঢাকা উত্তরের তাপমাত্রা নিয়ন্ত্রণে নেতৃত্বে দেবেন। এ ক্ষেত্রে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করবেন।

বুশরা আফরিন কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে লেখাপড়া করেছেন। তিনি ছাড়া বিশ্বের আরো সাত শহরে একই পদ কাজ করছেন সাত নারী।



আপনার মূল্যবান মতামত দিন: