ঢাকা | রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যায় ছয়জনের ফাঁসির আদেশ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২ মে ২০২৩ ১৯:৪৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২ মে ২০২৩ ১৯:৪৯

ছবি সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : কুমিল্লায় নগরীর বারপাড়া এলাকায় কলেজ শিক্ষক সাইফুল আলম সুজন হত্যার ঘটনায় ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ মে) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের এপিপি জাকির হোসেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- পলাতক নয়ন, কামাল ও মিঠুন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জামাল, ইলিয়াস, জাকির হোসেন।
মোট নয় আসামির মধ্যে দুই আসামিকে খালাস দেওয়া হয়। একজন বিচারাধীন অবস্থায় মারা যান।

২০১০ সালের ১০ আগস্ট বিকালে কুমিল্লা নগরীর বারপাড়া এলাকায় শিক্ষক সাইফুল আজম সুজনকে অস্ত্র দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যা করা হয়। পরদিন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় সুজনের বাবা ১১জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ নয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।



আপনার মূল্যবান মতামত দিন: