
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, যে বিচারক বিচার বিক্রি করবে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার দুপুরে ঝিনাইদহে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। দুর্নীতিকে ক্যান্সারের সাথে তুলনা করে বিচারপতি বলেন, বিচার বিভাগের কেউ দুর্নীতি করলে তাকে রাখা হবে না। বিচার বিক্রি করা বিচারক ডাকাতের চেয়েও খারাপ।
প্রধান বিচারপতি আরও বলেন, বিচার প্রার্থীদের কষ্ট লাঘবের জন্য জেলায় জেলায় নির্মাণ করা হচ্ছে ন্যায়কুঞ্জ নামক বিশ্রামাগার। এ জন্য সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ন্যায়কুঞ্জ নির্মাণে প্রতি জেলায় ৫০ লাখ টাকা করে দেওয়া হবে।
পরে প্রধান বিচারপতি আদালত চত্বরে গাছের চার রোপণ ও জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: