
বিদেশবার্তা ডেস্ক : পলাতক থাকার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়া এবং তার স্ত্রী জোবায়দা রহমানের আইনি লড়াইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম এ আমিন উদ্দিন।
সোমবার (১০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে এ তথ্য জানান অ্যাটর্নি জনোরেল।
এর আগে বিদেশ থেকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে ঢাকার আদালতে আবেদন করেন তারেক ও তার স্ত্রী। যার শুনানি সোমবার (১০ এপ্রিল) হয়।
গত ২৯ মার্চ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দার রহমানের অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। সেদিন শুনানিতে অদ্ভুত এক আবেদন করেন আসামিরা। দেশের বিচারিক ইতিহাসে যার নজির বিরল।
আপনার মূল্যবান মতামত দিন: