ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঈদুল ফিতরে বিশেষ ছুটি থাকছে না

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ ১৮:৪৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ ১৮:৪৩

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরে একদিন বিশেষ ছুটি কার্যকর হলে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচদিনের ছুটি ভোগ করতে পারতেন। বিভিন্ন মহল থেকে ছুটি বাড়ানোর দাবি জানানো হলেও বাড়ছে না বিশেষ ছুটি। তাই তিন দিনই থাকছে এবারের ঈদের ছুটি।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।

এ ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রবিবার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবেকদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। কেউ যদি ওইদিন ছুটি নেন সে ক্ষেত্রে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন। এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রবিবার)। সে ক্ষেত্রে ছুটি একদিন বাড়বে।



আপনার মূল্যবান মতামত দিন: