ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঈদে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩ ০৪:০৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩ ০৪:০৭

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ঈদে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে টিকিট পাওয়া যাবে।

শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ তথ্য জানান।

তিনি জানান, ১৭ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২৭ থেকে ৩০ রমজানের টিকিট যাত্রীরা অগ্রিম সংগ্রহ করতে পারবেন। তবে ডেকের যাত্রীরা যাত্রার দিনেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

সিদ্দিকুর রহমান বলেন, ঈদযাত্রায় ভাড়া বাড়ছে না। কারণ, লঞ্চের যাত্রীর সংখ্যা কমে গেছে। ভাড়া বাড়ানোর কোনো প্রশ্নই আসে না।

এদিকে, স্পেশাল সার্ভিসের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দীন। তিনি বলেন, চাহিদা থাকলে ঈদের কয়েক দিন বিশেষ ট্রিপ চলবে। আমাদের লঞ্চ প্রস্তুত আছে।

এ ছাড়া যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদরঘাট এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন: