ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঝিনাইদহে সড়কে ঝড়লো স্বামী-স্ত্রীর প্রাণ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩ ১৫:২৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩ ১৫:২৬

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় সড়কে পড়ে ভ্যানযাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাবদার আলী (৫০) ও তার স্ত্রী পারভীনা (৪৫)।

জানা যায়, একটি মাছবোঝাই পিকআপভ্যান ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে বিপরীতমুখী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ পারভিনা মারা যান। আহত চারজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ার সবদার আলীকে যশোর স্থানান্তর করা হয়ে। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: