ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আমাদের দেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে: এলজিআরডি মন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩ ২১:৫০

আল আমিন
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩ ২১:৫০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্বাধীন দেশ উপহার দেওয়ার পর বঙ্গবন্ধু দেশকে এগিয়ে নিচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে হত্যা করা হলো। তিনি দেশকে উন্নয়নের দিক থেকে অনেক দূর এগিয়ে নিতে চেয়েছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

আজ রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ঢাকা ওয়াসার পার্টনার ড্রিংক ওয়েল ইউএস সেক্রেটারি অব স্টেটস অ্যাওয়ার্ড ফর করপোরেট এক্সিলেন্স ইন দ্য ক্যাটাগরি অব ক্লাইমেট রেজিলেন্স অর্জন করায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তাজুল ইসলাম বলেন, জাতির কাছে প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের দেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন কেন্দ্রিক মানুষের সব ধরনের চাহিদা পূরণ করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। চিকিৎসা সেবা, কমিউনিটি ক্লিনিক সেবাসহ সব ধরনের সেবা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে সরকার। আমাদের শিক্ষিতের হার বেড়ে চলেছে। পুরো দেশে ইন্টারনেট সেবা আছে। এটাকে ব্যবহার করে আমাদের আরও এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: