ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গভীর রাতে মাইক্রোবাস খাদে পড়ে বিস্ফোরণ, নিহত ৪

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩ ১৬:২৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩ ১৬:২৪

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

সোমবার (১৩ মার্চ) রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, রাঙামাটিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাসটি খাদে পড়ে যাওয়ার পর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গেলে দুই নারীসহ চারজন নিহত হন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চার জনের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: