ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশে শীতজনিত রোগে ১১৩ জনের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ৭ মার্চ ২০২৩ ০৫:৫৯

আল আমিন
প্রকাশিত: ৭ মার্চ ২০২৩ ০৫:৫৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  দেশে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত শীতজনিত রোগে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৮৬৮ জন আক্রান্ত হয়েছেন এবং আরও তিনজনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৯৬ হাজার ১৩৬ জন। একইসময়ে এ রোগে মোট ১১০ জনের মৃত্যু হয়। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৮২৬ জন।

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট চার লাখ ৩৩ হাজার ৬১৬ জন। একইসময়ে এ রোগে মোট তিনজনের মৃত্যু হয়েছে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: