
বিদেশবার্তা ডেস্ক : রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি তিনতলা ভবনে বিস্ফোরণের রেশ না কাটতেই সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা।
রবিবার বেলা ১টার পর থেকে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে।
শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাব থেকে গ্রিন রোডে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম।
তিনি বলেন, ‘কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত তা জানার চেষ্টা করছি, তবে গত কয়েক দিন ধরেই ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে ঝামেলা চলছিল। আজকে সিটি কলেজেও যুক্ত হয়েছে।’ পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও লাঠিচার্জ করছেন।
এদিকে সায়েন্স ল্যাবরটরি মোড়ে একটি ভবনে সকাল ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেকারণে ওই এলাকায় এমনিতেই বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এলাকাটি তীব্র যানজট নিয়ন্ত্রণেও কাজ করছেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা সাইন্সল্যাব মোড়েই অবস্থান করছে।
আপনার মূল্যবান মতামত দিন: