ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফের করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৫

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি নিজে এ খবর জানান।

এদিন সকাল পৌনে আটটার দিকে পলক জানান, সোমবার মন্ত্রিপরিষদ সভা থাকায় রোববার করোনার নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। আর আক্রান্ত হওয়ার খবর জানতে পেরে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন প্রতিমন্ত্রী।

এছাড়া গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে ছিলেন তাদের করোনার নমুনা পরীক্ষারও আহবান জানিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।’ এরপর সবার কাছে দোয়া প্রার্থনা করেন প্রতিমন্ত্রী।

এর আগে গত বছরের জানুয়ারির ৫ তারিখে এ দুই ছেলেসহ করেনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন পলক।



আপনার মূল্যবান মতামত দিন: