
লাখাই (হবিগঞ্জ) : হবিগঞ্জের লাখাইয়ে মোড়াকরি বাজারে দেকানে চুরি করতে এসে এক চোরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া জানান, শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দিবাগত রাতে মোড়াকরি বাজারের ব্যবসায়ী মৃত রেনু মোল্লার ছেলে নোমান মোল্লার মুদির দোকানে চুরি করে দোকান থেকে বের হওয়ার সময় দোকান ঘরের উপরে ঝুলিয়ে থাকা বিদ্যুৎ এর তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
তিনি আরো জানান, বাজার কমিটির পক্ষ থেকে সংবাদ পেয়ে এস আই বিপুল চন্দ্র দেবনাথসহ এক দল সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে মৃতের লাশ দোকান ঘরের উপর থেকে লাশ উদ্ধার করি, মৃত লাশের সুরতহাল তৈরী করার পর মৃতের লাশ থানায় নিয়ে আসি।
তিনি জানান, মৃতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃতকে সনাক্ত করে জানা যায়, মৃতের বাড়ী মাধবপুর উপজেলার ভেঙ্গাডোবা গ্রামের মৃত ছমদ আলীর বাছির মিয়া (৩৬) ও মাতার নাম ফতেমা।
তিনি আরো বলেন, মৃতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরনের কাজ প্রক্রিয়াধীন আছে। তিনি আমার হবিগঞ্জ কে জানান পরবর্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে। লাশ উদ্ধারের সময় চোরাইকৃত একটি বস্তায় মালামাল ও উদ্ধার করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: